ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি - ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম

ব্রয়লার মুরগী লালন পালন করার পদ্ধতি মুরগির ঘর তৈরির নিয়ম ব্রয়লার মুরগী সম্পর্কে আরো নানান তথ্য আপনারা জানতে চান এবং আপনি এক্সাক্টলি ব্রয়লার মুরগি লালন পালন করা পদ্ধতি বয়রা মুরগির ঘর তৈরির নিয়ম এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন

ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি -ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম
জি আপনি সঠিক জায়গায় এসেছেন আপনি যদি বয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম এবং নানান ধরনের প্রশ্ন আপনার মনে যেটা জাগে সেটা আপনি সূচিপত্র দেখে পড়ে নিন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন

সূচিপত্র:ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি -ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম

ভূমিকা

ধন্যবাদ সুধি সাধারণত আমরা জানি  সবচেয়ে যে মাংসটা সস্তায় পাওয়া যায় তা হল ব্রয়লার মুরগির মাংস এক কথায় বলা যায় এটা গরিবের বন্ধু কিন্তু বর্তমানে এটা কেউ যেন ছোঁয়া ধোয়া অনেক বড় কিছু হয়ে গেছে এর পেছনে কিছু সিন্ডিকেটরা কাজ করছে ফিডের দাম বৃদ্ধির জন্য ইত্যাদি নানান ধরনের আমরা তথ্য শুনে আসছি আর আসলে এগুলির ভিতর তো ঢোকা যায় না যারা খামারি তারাই আসলে জানেন যে কেন ব্রয়লারমুরগির দাম এত বেশি

ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম

ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি সে সম্পর্কে জানতে হলে আপনাকে আগে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে ব্রয়লার মুরগির লালন পালন করার জন্য একটি সুন্দর ঘর নির্মাণ করতে হবে সেজন্য আপনাকে কিছু কাজ করতে হবে সর্বপ্রথম আপনাকে একটি জায়গা নির্বাচন করতে হবে এবং এই জায়গাতে একটি ঘর করার জন্য আপনাকে প্রথমে বাস কিনতে হবে এরপরে তার কাটার

 বেড়াকিনতে হবে এরপর আপনাকে উপরে ছাদের জন্য টিন কিনতে হবে এটা আপনি সিমেন্টের ব্যবহার করতে পারেন অর্থাৎ সিমেন্টের টিন পাওয়া যায় আনোয়ার সিমেন্ট এর একটা টিন পাওয়া যায় সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে কারণ ব্রয়লার মুরগী লালন পালন করার পদ্ধতি এর জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হচ্ছে ঠান্ডাযুক্ত ঘর হতে হবে অর্থাৎ এমন

 একটা ঘর হতে হবে যে ঘরে না ঠান্ডা আছে না গরম আছে আর সিমেন্টের টিন ব্যবহার করলে ঘরটা সবসময় ঠান্ডা থাকে গরমের সময় এর অনেক উপকার হয় যার কারণে আপনার ব্রয়লার মুরগি সুস্থ থাকে এতে করে আপনি বিক্রি করে লাভবান হতে পারেন তো আমরা এতক্ষণ ধরে জানলাম কিভাবে আমরা ব্রয়লার মুরগী লালন পালন করার পদ্ধতি জন্য একটি ঘর নির্মাণ করবো চলুন এরপরে কিছু তথ্য জানা যাক

ব্রয়লার মুরগি নিয়ে শুরুতে কিছু কথা

সম্মানিত দর্শক আপনারা জানেন ব্রয়লার মুরগি লালন পালন পদ্ধতি এটা অনেক  কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের মত গরিব মানুষদের একটাই সস্তায় মাংস পাওয়া যায় সেটা হচ্ছে ব্রয়লার মুরগির যার কারণে আমাদের মত কিছু খামারি আছে যারা লাভ কম হলেও শুধুমাত্র জনগণের

 সুবিধার জন্য এটা পালন করে থাকি আসলে সবাই তো আর গরুর মাংস কিনে খেতে পারে না কারণ এক কেজি গরুর মাংস কিনতে হলে গুনতে হয় 750 টাকা অন্যান্য মানুষের কথা তো বাদ দিলাম সস্তার মধ্যে একটাই মাংস পাওয়া যায় সেটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস অন্তত এই মুরগির কারণে গরিব মানুষেরা তার ছেলেমেয়েদের মুখে হাসি ফুটাতে পারে এই সহজ লভ্যাটা আরও সহজ ছিল কিন্তু এখন

 আরো একটু বেশি কঠিন হয়ে গেছে কিছু অসাধু ব্যবসায়ের কারণে যারা সিন্ডিকেট করছে যারা বলছে যে ফিডের দাম বেশি তারপরে যে সমস্ত জিনিস দিয়ে ফিড তৈরি হচ্ছে তার দাম বেশি ইত্যাদি ইত্যাদি আসলে তো আমরা সাধারণ মানুষ তাদের কাছ থেকে কোন কিছু জানতে পারবো না তারা যাই বলবে আমরা তাই বিশ্বাস করি আসলে সত্যি কথা বলতে ভাই আমরা যখন বাজার থেকে ফিড কিনি তখন

 আমাদের কাছ থেকে সেই বাজারই নেই আসলে খামারেও তেমনটা লাভবান হতে পারে না সাধারণ মানুষ মনে করতে পারে যে খামারে অনেক লাভবান হচ্ছে কিন্তু আসলে \ খামারীরাও সেই পরিমাণ লাভবান হচ্ছে না তো আমরা এতক্ষণ ধরে অনেক কিছু শুনলাম চলুন এখন আমরা বয়লার মুরগী কিভাবে কোন দিন বয়সে কি কি ওষুধ খাওয়াতে হবে কি কি ভ্যাকসিন দিতে হবে এটা আমরা জেনে নেই

সবার আগে বাচ্চা বোর্ডিং করা

ব্রয়লার মুরগির লালন পালন করার পদ্ধতির জন্য সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বাচ্চা বোর্ডিং বাচ্চা নিয়ে আসার আগে আপনাকে একটি ছোট জায়গা তালায় দিয়ে ঘেরাও করতে হবে এরপর আপনাকে উপরে বাল্ব ব্যবহারের জন্য এক ধরনের বাচ্চা বুড়ার নামে একটা জিনিস পাওয়া যায় সেটা কিনতে হবে বাল্ব আপনি কোন বাল্ব ব্যবহার করবেন আপনাকে লাল বাল্বব্যবহার করতে হবে এরপর

 আপনাকে ধানের তুষ ওই বর্ডারের মধ্যে ছিটিয়ে দিতে হবে তার ওপরে বাজার থেকে গ্যাজেট পেপার কিনে নিয়ে যেতে হবে গেজেট পেপার উপরে দিতে হবে এরপরে বাচ্চা তার ওপরে ছেড়ে দিতে হবে তারপরে আসতে আপনি খাবার দিবেন ওই গ্যাজেটের উপরে ভ্যাকসিনের আগ পর্যন্ত এরপর পানির পট দিবেন পটের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় ছোট পট ব্যবহার করবেন

বাচ্চা বোর্ডিং এর পর কি কি কাজ করতে হয়

ব্রয়লার মুরগী লালন পালন করার পদ্ধতির জন্য সর্বপ্রথম আপনার খামারে নিয়ে আসার পর আপনাকে একটি গ্লুকোজ 2 ঘন্টা পানিতে মিশিয়ে খাওয়াতে হবে এরপর আপনাকে কিছু এন্টিবেটিক দিবে খামারের যেখান থেকে আপনি ফিড কিনবেন সেখান থেকে আপনাকে ওই এন্টিবায়োটিক গুলি

 দেওয়ার জন্য বলবে তার মধ্যে একটা ওষুধ থাকবে শুধুমাত্র দুপুরে দিতে হবে যেটা আপনাকে বলবে সেটা আপনি শুধুমাত্র দুপুরেই দিবেন এই ওষুধগুলো সম্ভবত এক মিলি এক লিটারে ব্যবহার করতে হয় এভাবে আপনি এই ওষুধগুলো ৭২ ঘন্টা খাওয়াতে থাকবেন

ব্রয়লার মুরগির ভ্যাকসিন কতটি

ব্রয়লার মুরগির লালন পালন করার পদ্ধতি এর আরেকটি বিষয় হচ্ছে ভ্যাকসিন' ভ্যাক্সিন না দিলে মুরগি সুস্থ থাকে না বয়লার মুরগির মূলত ভ্যাকসিন হচ্ছে চারটা এক মাসে চারটা ; চলুন এখন আমরা জানি নিচে কত দিন বয়সে কি কি ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিনের নাম কি

ব্রয়লার মুরগির ভ্যাকসিন কতদিনের মাথায় দিতে হয়

আমি আগেই বলেছি ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি এর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিন এখন আমরা জানবো কতদিন বয়সে কোন কোন ভ্যাকসিন করতে হয় এবং ভ্যাকসিনের নাম কি(1) চার দিন বয়সে ভ্যাকসিন করতে হয় রানীক্ষেত; রানী ক্ষেতএমন একটা রোগ আল্লাহ না করুন যদি কারো খামারে এমনটা হয় রানীক্ষেত হয় তাহলে তার সমস্ত মুরগি মারা যাওয়ার ঝুঁকি থাকে সেজন্য আপনাকে চার দিনের মাথায় অবশ্যই রানীক্ষেতের প্রথম ভ্যাকসিনটা করতে হবে (2) দ্বিতীয় ভ্যাকসিন

 ১১ দিন বয়সে গামবুড়ো এই ভ্যাকসিন টা অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে ভ্যাকসিন না করলে দেখা যায় অনেক সময় খামারিরা খুবই গ্রস্ত হয়ে পড়ে অর্থাৎ খামারে সমস্ত মুরগি মারা যাওয়া যার কারণে অবশ্যই আপনাকে এগারো দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন দিতে হবে(3) তৃতীয় ভ্যাকসিন হচ্ছে ১৮ দিন বয়সে ব্রয়লার মুরগির লালন পালন করার পদ্ধতির জন্য আপনার মুরগির বয়স যখন ১৮ দিন হবে

 তখন আপনাকে আবারো রানিক্ষেতের  করতে হবে নইলে আগের ভয়গুলি থাকতে পারে(4) এরপরে বয়লার মুরগী লালন পালন করার পদ্ধতি হিসেবে ২৪ দিন বয়সে আপনাকে আবারো গাম্বুরা ভ্যাকসিন করতে হবে/ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি এর জন্য আরেকটি বিষয় জানা

 আবশ্যক সেটা হচ্ছে আপনার যখন চার দিনের মাথায় ভ্যাকসিন করবেন এরপর আপনাকে একদিন সাদা পানি খাওয়াতে হবে সাদা পানি খাওয়ানোর পর আপনাকে ছয় দিনের বেলায় অনেক সময় বয়লার মুরগির পা পড়ে যায় ক্যালসিয়ামের অভাবে এই অভাব দূর করার জন্য আপনাকে বিওয়ান বি টু খাওয়াতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে

ব্রয়লার মুরগিতে পরিশ্রম কেমন

আসলে ভাই ব্রয়লার মুরগির লালন পালন করার পদ্ধতি এর মধ্যে পরিশ্রমটা অনেকই কম আপনাকে এখানে শুধুমাত্র ব্রয়লার মুরগির সাথে একটু সময় দিতে হবে তাকে সঠিক মতোন সঠিক সময়ে খাবার দিতে হবে প্রথম অবস্থায় আপনাকে খাবারের কমতি দেওয়াই যাবে না কারণ প্রথমে যখন তখন যখনই তার খাবার ফুরিয়ে যাবে তখনই তাকে খাবার দিতে হবে এখানে কৃপণতা করলে চলবে না এরপর যখন

 একটু বড় হয়ে যাবে তখনও আপনাকে খাবার ঠিক সময় দিতে হবে খাবারের পাশাপাশি আপনাকে পানিটাও ব্যবহার দিতে হবে খাবার এবং পানি উভয়টা ব্রয়লার মুরগির লালন পালন করার পদ্ধতির জন্য খুবই সেনসিটিভ বিষয় যা না করলে নাই অবশ্যই এই দুইটা ঠিক রাখতে হবে তবে আপনি সফলতা অর্জন করতে পারবেন তারপরে নিচে যে ধানের ময়লা গুলি ব্যবহার করা হয় তা যদি পায়খানার জন্য

 অতিরিক্ত পরিমাণে ভিজে যায় তাহলে চেঞ্জ করে দিতে হবে এটাই হচ্ছে বয়লার মুরগীতে পরিশ্রমের কাজ; এভাবে পরিশ্রম করার পর যখন আপনার মুরগির বয়স হবে 35 থেকে 40 দিন তখন আপনার ব্রয়লার মুরগি বিক্রি করে দিবেন আল্লাহ চাহে তো আপনি অবশ্যই লাভবান হবেন

ব্রয়লার মুরগির শীতে পালন করব না গরমে পালন করব

এতক্ষণ আপনারা ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম ভ্যাকসিন ইত্যাদি জানলেন এখন জানবেন কোন সময় বয়লার মুরগি লালন পালন করা বেশি ভালো সবচেয়ে বেশি ভালো হচ্ছে শীতকালের সময় কারণ আবহাওয়াটা নরমাল থাকে যার কারণে বয়লার মুরগি লালন পালন করে সুবিধা হয় মারা যাওয়ার ঝুঁকিটা কম থাকে আপনি গরমে লালন পালন করতে পারেন তবে গরমের

 লালন পালন করার ক্ষেত্রে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে আপনাকে ফ্যানের ব্যবস্থা করতে হবে তারপরে সব সময় নজরদারির মধ্যে রাখতে হবে দেখতে হবে তার কি প্রয়োজন বিশেষ করে গরমের সময় বেশি পানি খায় পানির দিকে খেয়াল রাখতে হবে পানি আছে না নাই দেখতে হবে এগুলো যদি আপনি মেন্টেন করে চলতে পারেন তাহলে আপনার অবশ্যই ব্রয়লার মুরগি লালন পালন করার পদ্ধতি এ সম্পর্কে অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ

লেখক এর শেষ কথা

আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ যাবত আমার এই  ছিলেন আশা করছি আপনারা ব্রয়লার মুরগির লালন পালন করার পদ্ধতি ব্রয়লার মুরগির ঘর তৈরির নিয়ম ইত্যাদি সবকিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এ সংক্রান্ত যদি আরো কোন বিষয়ে আপনাদের জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪