ঔষধি গাছের নামের তালিকা pdf - বাংলাদেশের ঔষধি গাছের তালিকা
আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আপনি ঔষধি গাছের নামের তালিকা pdf - বাংলাদেশের ঔষধি গাছের তালিকা এই সম্পর্কে জানতে পারবেন যদি আপনি ঔষধি গাছের নামের তালিকা pdf - বাংলাদেশের ঔষধি গাছের তালিকাএই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন
জি এখানে আমরা ঔষধি গাছের নামের তালিকা pdf - বাংলাদেশের ঔষধি গাছের তালিকা এ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি আপনারা এ সম্পর্কে পূর্ণাঙ্গতে তথ্য পেতে চান তাহলে আমাদের সূচিপত্র দেখে ওয়েবসাইটটি ভিজিট করুন তো চলুন যাওয়া যাক
সূচিপত্রঃঔষধি গাছের নামের তালিকা pdf - বাংলাদেশের ঔষধি গাছের তালিকা
- ভূমিকা
- মেন্দা গাছের উপকারিতা
- জবা গাছের পাতা ও ফুলের উপকারিতা
- ভেটির ফুলের উপকারিতা
- নিমের উপকারিতা
- তুলসির উপকারিতা
- চিরতা এর উপকারিতা
- পাথরকুচি এর উপকারিতা
- তকমা এর উপকারিতা
- কেশরাজ বা কালোকেশী এর উপকারিতা
- বাসক এর উপকারিতা
- অর্জুন এর উপকারিতা
- রিফিউজি লতা এর উপকারিতা
- লজ্জাবতী এর উপকারিতা
- লেখক এর শেষ কথা
ভূমিকা
আজকে আমি আপনাদের মাঝে কিছু গাছের উপকারী গুণ নিয়ে হাজির হয়েছি আমাদের চোখের সামনে অনেক গাছ-গাছড়া দেখতে পায় কিন্তু আমরা জানি না যে কোন গাছের কি উপকার যে আমি আপনাদেরকে জানাবো ওই গাছগুলি সম্পর্কে যা সাধারণত আমাদের চোখের সামনে থাকে কিন্তু আমরা তার উপকার সম্পর্কে জানিনা যাতে করে আমাদের রোগের সময় ওই গাছগুলি উপকারে আসে সেজন্য আমি আপনাদেরকে ওই গাছ সম্পর্কে জানাবো তো চলুন জানা যাকঃ
মেন্দা গাছের উপকারিতা
মেন্দা এই গাছটি সাধারণত বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধরে ডাকা হয় ধরুন কেউ বলে কারজুকি; খাড়া জোড়া; এ নামে পরিচিত আছে এ গাছটি এখনো মানুষ পেটের যে কোন সমস্যা হলে; অথবা রক্ত আমাশা হলে মানুষ এখনো পর্যন্ত এটাকে পানির সঙ্গে মিশিয়ে দুই বেলা খাওয়ায় এবং দুইবেলা খাওয়ানোর পরে পেটের অসুখ থেকে সে সুস্থ হয়ে ওঠে
জবা গাছের পাতা ও ফুলের উপকারিতা
আমাদের যাদের নিয়মিত পেটের সমস্যা হয় পেট খারাপ হয়ে যায় তাদের জন্য জবা গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেলে আল্লাহর রহমতে পেটের সমস্যা দূর হয়ে যায়
ভেটির ফুলের উপকারিতা
এই ফুলের উপকারী সম্পর্কে আমরা অনেকেই জানিনা এই ফুল যাদের চর্মরোগ রয়েছে তারা যদি এই ফুলের রস তাদের ওই জায়গায় নিয়মিত মালিশ করে তাহলে তাদের চর্মরোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এমনকি এই ফুলের রস দ্বারা কৃমি দূর করা সম্ভব এমনকি ডায়রিয়া যদি কারো হয়ে যায় তাহলে এই ফুলের রস খাওয়ালে ডায়রিয়া সেরে যাবে
নিমের উপকারিতা
নিমের পাতার উপকারী সম্পর্কে আমরা সকলে অবগত নিম পাতার দ্বারা কৃমি দূর করা সম্ভব এটা শুধু মানুষের উপকারে আসে না পশু পাখির উপকারে আসে নিমের পাতা শুকিয়ে ছোট ছোট ট্যাবলেট বানিয়ে যদি ডায়াবেটিস রোগীরা সকাল বিকাল খায় তাহলে তাদের ডায়াবেটিস সংযত থাকবে এবং গ্রাম অঞ্চলে বহু আগে প্রচলিত পক্স বাহির হলে; এবং এলার্জি যদি কারো থাকে তাহলে গরম পানিতে মিশিয়ে যদি ব্যবহার করা যায় এমনকি যদি কাউকে কোন পোকা-মা করে কামড় দেয় সেই স্থানে যদি নিমের পাতা এবং হলুদের রস একসাথে মিশ্রণ করে লাগিয়ে দেওয়া হয় আল্লাহর রহমতে সে এই সমস্যা থেকে নিস্তার পাবে
তুলসির উপকারিতা
তুলসী পাতা এটার উপকারী সম্পর্কে আমরা সকলেই অবগত আছি তুলসী পাতা আজও গ্রামাঞ্চলে সর্দির জন্য কাজে লাগে সর্দি কাশির জন্য খাওয়া হয় যদি এ গাছের পাতা কেউ ঘি এর সঙ্গে নিয়মিত খায় তাহলে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সহযোগী হয়
চিরতা এর উপকারিতা
আমাদের যদি কারো ডায়রিয়া; জ্বর; বা শরীর ব্যথা হয়; তাহলে সারারাত পানিতে ভিজিয়ে রেখে যদি খাওয়া হয় তাহলে এ সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় এবং এই চিরতা ডায়াবেটিস রোগীরা এর পাতা গুঁড়ো করে পানির সঙ্গে মিশে সকালে খালি পেটে খান এতে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে
পাথরকুচি এর উপকারিতা
পাথরকুচি এই গাছটি সাধারণত গ্রামাঞ্চলের মানুষরা খেয়ে থাকেন কিডনিতে যখন পাথর হয় তখন এতে করে কিডনির পাথর দূর হয়ে যায় এটা তারা মনে করেন এমনকি এ পাথরকুচি পাতা খেলে জ্বর ও পেট ফাঁপার মত সমস্যা থেকে নিস্তার পাওয়া যায় এমনকি যাদের অ্যালার্জি রয়েছে তারা যদি এই পাতা নিয়মিত খেতে পারেন তাদের জন্য উপকার আছে এবং যারা ঠান্ডা জনিত কারণে ভুগছেন তারা যদি এই গাছের পাতা খান নিয়মিত তাহলে তারা সেখান থেকে নিস্তার পাবেন
তকমা এর উপকারিতা
তকমা এই কাজটি সাধারণত মানব দেহে হজম শক্তিকে বৃদ্ধি করে এবং ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখে
কেশরাজ বা কালোকেশী এর উপকারিতা
কেশরাজ বললে বুঝতেই পারছেন এটা হয়তোবা চুলের জন্য কার্যকরী আসলে এই গাছটা যাদের চুল পড়ে যায় তাদের জন্য অত্যন্ত কার্যকরী এ কাজটা চুল পড়াকে বন্ধ করে এবং যদি মেয়েদের মাসিকের সমস্যা থাকে তাহলে এই পাতার রস খেলে সেরে যায়
বাসক এর উপকারিতা
আমাদের যাদের ঠান্ডার সমস্যা রয়েছে; এবং ফুসফুসের সমস্যা রয়েছে তাদের জন্য এ পাতার রস পানিতে ফুটিয়ে খেলে উপকার পাওয়া যায় এমনকি যাদের শ্বাসনালীর সমস্যা রয়েছে তারা যদি এই পাতার রস খায় তাহলে তারা সেখান থেকে নিস্তার পাবে
আরো পড়ুনঃ সূর্যমুখী বীজ খাওয়ার পদ্ধতি - সূর্যমুখী ফুলের উপকারিতা
অর্জুন এর উপকারিতা
অর্জুন গাছের মূল; ছাল; পাতা; ফুল ও ফল এগুলো সবই ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয় যাদের হৃদরোগ রয়েছে এবং বুকের ব্যথা রয়েছে তারা অর্জনের ছাল গুড়ো করে খেলে এই সমস্যা থেকে নিস্তার পাওয়া সম্ভব অর্জুনের ছালের গুড়ো এবং বাসক পাতা একসঙ্গে খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি করে
রিফিউজি লতা এর উপকারিতা
এই গাছটি যখন মানুষের শরীর কেটে যায় রক্ত বাহির হয় তখন রক্তকে বন্ধ করার জন্য এই গাছটি ব্যাপক ভূমিকা পালন করে
জবা এর উপকারিতা
. জবা গাছের পাতা ও ফুল এটা গরম ভাতের সঙ্গে মিশিয়ে খেলে পেটের সমস্যা দূর হয়ে যায় এবং জন্ডিসের জন্য এ গাছের পাতার রস খাওয়া হয়
লজ্জাবতী এর উপকারিতা
এ গাছের পাতা গুড়ো করে যাদের ডায়রিয়া হয় তাদেরকে খাওয়ালে তারা এ রোগ থেকে নিস্তার পায় এমনকি এই গাছের পাতা যাদের শরীরে ঘা হয় সেখানে ব্যবহার করলে ঘা থেকে নিস্তার পাওয়া যায় এমনকি যাদের শরীরে ব্যথা হয় এবং জ্বর হয় তারা যদি গাছটি খেতে পারে এই গাছটি যাদের আমাশা রয়েছে তারা যদি খায় তাহলে তারা আমাশয় থেকে নিস্তার পাবে এবং যাদের হাত পা সর্বদা জ্বালাপোড়া করে তাহলে যদি এ লজ্জাবতীর গাছ ব্যবহার করা যায় এ রোগ থেকে নিস্তার পাওয়া যায়
লেখক এর শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ এতক্ষণ আপনারা ঔষধি গাছের নামের তালিকা এবং ঔষধি গাছের বিভিন্ন গুনাগুন জানতে পারলেন যদি আপনারা এখান থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ওয়েবসাইটটির কথা আপনাদের বন্ধু বান্ধবের কাছে কপি লিংকের মাধ্যমে ছড়িয়ে দিন ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url