রক্তদান করার আগে কিছু অজানা তথ্য জেনে নেই - রক্ত দান করলে কি শরীরের কোন ক্ষতি হয়
এখানে আপনি রক্তদান করার আগে কিছু অজানা তথ্য জেনে নেই - রক্ত দান করলে কি শরীরের কোন ক্ষতি হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন যদি আপনি রক্তদান করার আগে কিছু অজানা তথ্য জেনে নেই - রক্ত দান করলে কি শরীরের কোন ক্ষতি হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের সাথেই থাকুন
জি আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আপনি রক্ত দান করলে কি হয় রক্তর গ্রুপ কি হওয়া উচিত কোন গ্রুপ রক্ত কোন গ্রুপ কে দিতে পারবে এ সম্পর্কে বিস্তারিত আপনি আসল তথ্য গুলি আমাদের এই ওয়েবসাইটে পাবেন যদি আপনি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে সূচিপত্র দেখে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন
পোস্টসূচিপত্রঃভূমিকা
আমরা অনেকেই মনে মনে ভেবে থাকি যদি আমি অন্যকে রক্ত দান করি তাহলে এতে করে মনে হয় আমার শরীরের ক্ষতি হবে এবং অনেকের মনে ইচ্ছা থাকে যে অন্যকে একটু রক্ত দান করব কিন্তু আমরা জানি না যে কিভাবে রক্তদান করতে হয় এবং অনেক সময় আমাদের রক্তের গ্রুপ ও জানা থাকে না আজকে আমি রক্ত সম্পর্কে আলোচনা করব এবং কেন রক্ত দিবেন রক্ত দিলে কি কি উপকার হয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য বলব তো চলুন বলা যাক
কেন অন্যকে রক্ত দিব
আমরা সকলেই মানুষ আর মানুষ হিসেবে আমাদের বেঁচে থাকার অধিকার রয়েছে এক ব্যাগ রক্ত দিতে মাত্র সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট এই অল্প সময়ের মধ্যে চাইলে একজন মানুষের জন্য আরেকজন মানুষকে বাঁচানো সম্ভব অনেক সময় দেখা যায়; কেউ এক্সিডেন্ট হয়েছে তার বিপুল পরিমাণে রক্ত ঝরে গেছে এতে করে তার রক্তের প্রয়োজন হয়; আবার অনেক সময় দেখা যায় কারো ক্যান্সার হয়েছে তার
রক্তের প্রয়োজন হয় এতে করে রক্ত দিতে হয়; অথবা কারো অস্ত্রপাচার করা হয়েছে অথবা সন্তান প্রসবের সময় বিপুল পরিমাণে রক্ত বয়ে গেছে এক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি যদি একজন হৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে স্বেচ্ছায় আপনি তাদেরকে রক্ত দান করে সে প্রাণটাকে বাঁচাইতে পারেন এতে করে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন আল্লাহ তাআলা আপনাকে এর
চাইতে বড় উপকার করবেন বাংলাদেশে দেখা গেছে প্রতিবছরে 8 থেকে 9 লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় কিন্তু মাত্র ৬ লাখ ব্যাগ রক্ত পাওয়া যায় বাকি থাকে তিন লাখ ব্যাগ রক্ত এর মধ্যে আবার কেউ স্বেচ্ছায় রক্তদান করে আবার কেউ টাকার বিনিময় রক্তদান করে এজন্য বাংলাদেশের যত পরিমান জনসংখ্যা রয়েছে এজন্য আমরা কেউ মনে করব না রক্ত দিলে আমাদের ক্ষতি হবে বরং চেয়ে রক্ত দিলে আপনার উপকার হবে
কোন ব্যক্তি রক্ত দিতে পারবেন
এখন আমি আপনাদেরকে জানাবো কে কে রক্ত দিতে পারবে তো চলুন জানা যাকঃ রক্ত দেওয়ার ক্ষেত্রে পুরুষ নারী উভয়ে দিতে পারবে কোন সমস্যা নেই তবে একটা বয়সের সীমা সংখ্যা রয়েছে এবং ওজনের সীমা রয়েছে ১৮ থেকে৪৫ বছর বয়সের মধ্যে যদি কোন পুরুষ অথবা মহিলা সুস্থ থাকে তাহলে সে নির্বিঘ্নে অন্যকে রক্ত দিতে পারবে এক্ষেত্রে সাধারণত পুরুষদের ওজন হতে হবে ৪৮ কেজি এবং
মহিলাদের ওজন হতে হবে; এছাড়াও যখন রক্তদাতা রক্ত দিবেন তখন তার শরীরের তাপমাত্রা 99.5 এর নিচে এবং নাড়ির গতি 80 থেকে 90 এর মাঝামাঝি থাকতে হবে এবং মানবদেহের রক্তচাপ খুবই স্বাভাবিক থাকতে হবে এবং পুরুষদের ক্ষেত্রে রক্তের হিমোগ্লোবিন ডেসিলিটারে ১৫ গ্রাম এবং
মহিলাদের ক্ষেত্রে ১৪ গ্রাম হতে হবে; এবং যে ব্যক্তি রক্ত দিবেন তার অবশ্যই কোন ধরনের ভাইরাসের রোগ থাকা যাবে না এবং চর্মরোগ থাকতে থাকা যাবে না; যারা রক্ত দেবেন তারা অবশ্যই তিন মাস পর পর রক্ত দিতে পারবেন
বিশেষ দ্রষ্টব্যঃ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের দেহে চার থেকে ছয় লিটার পরিমাণ রক্ত সাধারণত হয়ে থাকে যারা রক্ত দেয় রক্ত দেওয়ার সময় ৪৫০ মিলিলিটার রক্ত দিতে পারবেন
রক্ত দেওয়ার পর কি হতে পারে
- রক্ত দেওয়ার কারণে শরীর থেকে রক্তের পাশাপাশি আয়রন কমে যায় তাই আয়রনকে পূর্ণ করতে প্রোটিন যুক্ত খাবার বেশি বেশি খাওয়া
- যারা রক্ত দিবেন তাদের লোহিত রক্ত কণিকার মাত্রা সাধারণ নিয়মের জায়গায় ফিরে যেতে অন্তত ৪৫ দিন সময় লাগতে পারে
- রক্ত দেওয়ার পর যদি রক্তদাতা ঘেমে যায় এবং বেশি অস্থিরতা বোধ করে তাহলে তাকে স্যালাইন খাওয়ানো
- রক্তদাতা রক্ত দেওয়ার পর এক থেকে দুই ঘন্টা অন্তত বিশ্রাম নিবেন
- রক্ত দিলে সাধারণত কোন কোন সময় মাথা ঘোরাতে পারে এদিকে খেয়াল রাখবেন
কে কাকে রক্ত দিতে পারবে
এখন আমি আপনাদেরকে বলবো রক্তের গ্রুপ কি কি হয় এবং কে কাকে রক্ত দিতে পারবে এবং কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে তো চলুন বলা যাকঃ
রক্তের গ্রুপ কি কিঃ
- AB+
- AB-
- A+
- A-
- B+
- B-
- O+
- O-
যে গ্রুপ রক্ত দিতে পারবে তাদের তালিকাঃ
- AB+
- AB+;AB-
- A+;AB+
- A+'A-'AB+'AB-
- B+'AB+
- B+'AB+
- B+'B-'AB+'AB-
- O+'A+'B+'AB+
যারা রক্ত নিতে পারবে
- AB-'A-'B-'O-
- A+'A-'O+'O-
- A+'A-'O+'O-
- A-'O-
- B+'B-'O+'O-
- O+'O-
- O-
আরো পড়ুনঃ ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়
রক্ত দিলে কি কি উপকার হয়
- রক্ত দিলে প্রথম উপকার আপনার কোনদিন যদি রক্তের প্রয়োজন হয় তাহলে যে সমস্ত ব্লাড ব্যাংকগুলোতে আপনি রক্ত দিয়েছেন তারা আপনাকে অগ্রাধিকার দিবে
- রক্ত দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়
- রক্ত দিলে মানব দেহে হেপাটাইটিস বি 'হেপাটাইটিস সি' জন্ডিস' ম্যালেরিয়া' এ ধরনের বড় বড় মারাত্মক রোগ থেকে মুক্তি পাওয়া যায়
- রক্ত দিলে যে ক্যালোরি খরচ হয় তা মানব দেহে ওজন কমানো এবং রক্তচাপকে সুন্দর করে
- রক্ত দিলে মানবদেহে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এতে করে হৃদয় ভালো থাকে অর্থাৎ হার্ট এটাকের ঝুঁকি থাকে না
- বছরে তিনবার রক্ত দিলে মানব দেহে নতুন করে লোহিত কণিকা বৃদ্ধি পায়
- যারা প্রতিনিয়ত রক্তদান করবে তাদের ক্যান্সারের ঝুঁকি থাকবে না
- সবচেয়ে বড় কথা হলো রক্ত দিলে একজন মানুষকে বাঁচানোর জন্য অনেক সময় সহযোগী হয়
লেখকের শেষ কথা
সম্মানিত পাঠক বৃন্দ আপনারা এতক্ষণ পর্যন্ত রক্ত দেওয়া এবং রক্ত দিলে কি কি উপকার হয় রক্ত কেন দিবেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলাম যদি আপনারা এ তথ্য থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই ওয়েবসাইটির কথা আপনার বন্ধু বান্ধবের কাছে কপি লিংকের মাধ্যমে শেয়ার করুন ধন্যবাদ
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url